About Us

গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজটি বেসরকারি ভাবে ১৯৬৯ সালে প্রতিষ্ঠা করা হয় পরে তা ১০/১০/১৯৮৮ সালে সরকারি করণ করা হয়। অত্র কলেজে অধ্যক্ষের পদ ০১টি, উপাধ্যক্ষের পদ ০১টি, সহকারি অধ্যাপকের পদ ০৭ টি, প্রভাষকের পদ ২০টি, তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ ০৫টি, চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ ১০টি সহ মোট পদ ৪৪টি। এটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাসে গৌরীপুর বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত। কলেজে উচ্চ মাধ্যমিক ও স্ণাতক (পাস) পর্যায় পর্যন্ত ভর্তি ও পাঠদান কার্যক্রম চলে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তির আসন সংখ্যা : বিজ্ঞান বিভাগের জন্য ১৫০টি, মানবিক বিভাগের জন্য ১৫০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৩০০টি। স্ণাতক (পাস) পর্যায়ে আসন সংখ্যা : বিএসএস শাখায় ৩০০টি ও বিবিএস শাখায় ৩০০টি।